• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রে হতে পারে ইউনূস-শেহবাজ বৈঠক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম
যুক্তরাষ্ট্রে হতে পারে
ইউনূস-শেহবাজ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক স্থবির হয়ে পড়েছিল। তবে হাসিনা সরকারের পতনের পর ঢাকা ও ইসলামাবাদ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ‘নিঃশব্দে’ কাজ করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

কূটনৈতিক নানা ডামাডোলের মধ্যেই পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে বৈঠক হতে পারে। 
 
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল পাকিস্তানি কূটনীতিকদের জন্য কঠিন কাজ। তবে গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের পর গেল ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাটি অবশ্যই ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ‘দরজা’ খুলে দিয়েছে।

এতে আরও বলা হয়, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে টেলিফোনেও যোগাযোগ হয়েছে। উভয় পক্ষের নিয়মিত এই যোগাযোগ দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশা পুনরুজ্জীবিত করেছে।
 
ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।
 
সম্পর্ক উন্নয়নের চলমান প্রচেষ্টায় গতি আনতে ড. ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিলিত হতে পারেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। 
 
বহু বছরের মধ্যে এটি হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠক। কারণ শেখ হাসিনা তার মেয়াদে এ ধরনের যোগাযোগ কার্যত ছিন্ন করেছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image