• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

২৮ বছর পর বড় পর্দায় ফিরে এলো 'টুইস্টার্স': বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৬ আগস্ট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১৫ পিএম
২৮ বছর পর, বড় পর্দায়, ফিরে এলো, 'টুইস্টার্স', বাংলাদেশে, মুক্তি পাচ্ছে, ১৬ আগস্ট

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৮ বছর পর আলোচিত 'টুইস্টার' ছবির স্বতন্ত্র সিক্যুয়েল 'টুইস্টার্স' মুক্তি পেয়েছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবিটির পর, চলতি বছরের ৮ জুলাই লন্ডনের সিনেওয়ার্ল্ড লিসেস্টার স্কয়ারে নতুন ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর ১৯ জুলাই ইউনিভার্সাল পিকচার্স-এর ব্যানারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পায়।

বাংলাদেশেও আজ ১৬ আগস্ট মুক্তি পাচ্ছে 'টুইস্টার্স'। ছবিটি দেশে আনছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবিটি জোসেফ কোসিনস্কির একটি গল্পের ওপর ভিত্তি করে পরিচালনা করেছেন লি আইজ্যাক চুং। এতে অভিনয় করেছেন ডেইজি এডগার-জোনস, গ্লেন পাওয়েল, অ্যান্থনি রামোস, ব্র্যান্ডন পেরেয়া, মাউরা টিয়ারনি, সাশা লেনসহ আরও অনেকে।

ইতিমধ্যে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পাওয়া 'টুইস্টার্স' বক্স অফিসেও আশাব্যঞ্জক সাফল্য অর্জন করেছে। ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এ পর্যন্ত প্রায় ৩১০ মিলিয়ন ডলার আয় করেছে।

ছবির গল্পটি একটি ঝড় চেজিংকারীদের দলকে ঘিরে আবর্তিত, যারা ওকলাহোমায় একটি টর্নেডো প্রাদুর্ভাবের তদন্ত করতে যায়। সেই কারণে 'টুইস্টার্স' ছবিটি ডিজাস্টার ঘরানার মধ্যে পড়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image