
পীরগঞ্জ প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিবিএ ওয়ার্কিং গ্রুপের অংশগ্রহনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভার) ডাঃ তারিকুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক কামরুল হাসান জুয়েল, ওয়ার্ল্ড ভিশন এপির ম্যানেজার ডাইমন্ড ঘাগড়া, প্রোগ্রাম অফিসার ড্যানিয়েল সরেণ, আমজাদ হোসেন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সিবিএ সদস্য সাহারা খাতুন, রাজিব তালুকদার প্রমুখ। সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্য, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ ও সেবাগ্রহনকারী সদস্যরা অংশগ্রহন করেন ।
ঢাকানিউজ২৪.কম / বখতিয়ার রহমান/কেএন
আপনার মতামত লিখুন: