• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ব-দ্বীপ রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৬ পিএম
ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ব-দ্বীপ রক্ষা  করা দরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডেল্টা প্ল্যানের অন্যতম লক্ষ্য হলো পরিবেশ রক্ষা করে উন্নয়ন করা। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ব-দ্বীপ রক্ষা করতে হবে।

রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে কোনো পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজ সমাধান করা যায়। যমুনা সেতুর দৈর্ঘ্য কমানো হয়েছিল, যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে করা হয়নি। যে কারণে পদ্মা সেতু দীর্ঘ হয়েছে। কিন্তু এখানে নদীর বাফার জোনও রক্ষা করা হয়েছে।

ভূপ্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশটাকে চিনতে হবে, জানতে হবে। বাংলাদেশের কিন্তু একেক এলাকা একেক রকম, এটাও মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image