• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আইপিএলে ২৫০ ম্যাচ খেলার রের্কড ধোনি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৬ পিএম
২০০৮ সাল থেকে আইপিএলের যাত্রা  শুরু হয়েছে
মহেন্দ্র সিং ধোনি

নিউজ ডেস্ক:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এই ম্যাচে নামলেই অনন্য এক মাইলফলক গড়বেন চেন্নাই সুপার কিংসের ধোনি। মাঠে নামলেই প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ২৫০ ম্যাচ খেলা হবে তার।

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএলের যাত্রা। প্রথম আসরেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তখন তিনি ভারতেরও অধিনায়ক ছিলেন। এরপর কেটে গেছে ১৬টি বছর। মাঝের ২ বছর আইপিএলে খেলেনি চেন্নাই। তবে সেই দুই বছর ধোনি খেলেছেন পুনে সুপারজায়ান্টসের হয়ে। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

এখনও পর্যন্ত ২৪৯ ম্যাচ খেলে মোট ৫০৮২ রান করেছেন ধোনি। গড় ৩৯.০৯। ২১৭ ইনিংস খেলে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ৮৪। এখনও পর্যন্ত মোট ২৯ বার অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনবারের বিশ্বকাপজয়ী সাবেক ভারত অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২১৯ ম্যাচ খেলে ১৯০ ইনিংসে ব্যাটিং করেছেন ধোনি। ২২টি ফিফটি করেছেন তিনি। পুনের হয়ে করেছেন ৫৭৪ রান।

২০২২ সালের আসর শুরু হওয়ার আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। রবীন্দ্র জাদেজার হাতে উঠেছিল সেই দায়িত্ব। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে জাদেজা পদত্যাগ করলে আবার ধোনি নেতৃত্বের ভূমিকায় ফেরেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image