ইবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করেছে। এতে শোক প্রকাশ করে অংশ নেন শতাধিক শিক্ষার্থী।
রবিবার (১১ আগস্ট) রাত ৮টায় এই আয়োজনে করেন শিক্ষার্থীরা। এসময় সকল নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে মিনারের পাদদেশে দেশত্ববোধক ও বিপ্লবী নানান গান দিয়ে এক সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে সুর মিলিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন শিক্ষার্থীরা। শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে শিক্ষার্থীরা বৈষম্যের রুখে দিতে রক্ত ঝড়িয়েছে ও জীবন দিয়েছে। যাদের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে তারা আমাদের জন্য অনুপ্রেরণা। আজ শুধু ছাত্র সমাজ নয়, তাদেরকে এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: