
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) সংবাদদাতা: পাবনার চাটমোহরের সড়কে সিএনজিচালিত থ্রি হুইলারের চাপায় শাহ আলম (৪২) নামক এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত শাহ আলম উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে হান্ডিয়াল বল্লভপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,শাহ আলম তার অটোভ্যান নিয়ে বাঘলবাড়ি কৈ এলাকা থেকে হান্ডিয়াল বাজারে আসছিলেন। পথিমধ্যে বল্লভপুর এলাকায় পৌছিলে হঠাৎ তার ভ্যানের এক্সেল ভেঙ্গে রাস্তায় পড়ে যায়। এসময় মান্নাননগর থেকে চাটমোহরগামী একটি সিএনজি পেছন থেকে ভ্যানটির উপর উঠে পড়লে শাহ আলম চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: