• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অন্তর্বর্তী সরকারে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন, শপথ শুক্রবার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৪১ পিএম
আরও পাঁচজন যুক্ত হচ্ছেন, শপথ শুক্রবার
অন্তর্বর্তী সরকার

নিউজ ডেস্ক : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন বলেও সূত্রে জানা গেছে। তবে নতুন উপদেষ্টাদের মধ্যে কারা রয়েছেন, তা জানা যায়নি।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।
 
গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইদিন ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জনও শপথ নেন। তবে ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।
 
নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধানসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image