• ঢাকা
  • শনিবার, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঝিনাইগাতীতে প্রস্তুতি সভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২৪ পিএম
ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে
প্রস্তুতি সভা

সুহানুর রহমান সুজন, ঝিনাইগাতী প্রতিনিধি :  স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপত্বি করেন ইউএনও ফারুক আল মাসুদ।

এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষেও এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এসব সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. আশরাফুল কবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পদক বিশ্বজিৎ রায়, ওসি (তদন্ত) আবুল কাশেম,উপজেলা জাসদেও সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

এতে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকেরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image