• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

২৩ দিন পর চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৪৮ পিএম
এই টোল নেওয়া শুরু হয়েছে
চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নিউজ ডেস্ক:  কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের কারণে টানা ২৪ দিন বন্ধ থাকার পর আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল নেওয়া শুরু হচ্ছে। বনানী ও মহাখালী টোলঘর পুড়ে যাওয়ায় এই দুটি টোল প্লাজা বন্ধ থাকবে।

রবিবার (১১ আগস্ট) বিকাল ৩টা থেকে এই টোল নেওয়া শুরু হয়েছে।

ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকালে মহাখালী টোলঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়। টোলঘর থেকে দুর্বৃত্তরা এসি, কম্পিউটার, ক্যামেরা নিয়ে যায়। পরে আগুন লাগিয়ে দিলে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারফিউ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড।

এদিকে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর বিকাল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত যানবাহন চলাচল শুরু করে। এই বাহনগুলোর এক্সপ্রেসওয়েতে চলাচলে বিধিনিষেধ রয়েছে। অনেকে সেদিন হেঁটেও ঘুরেছেন এক্সপ্রেসওয়েতে।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image