
ষ্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মুক্তিযুদ্ধ এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলার মুখ এর ৩২ বছর উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শুরু হয়।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি ছিলেন অসীম কুমার উকিল এমপি ও লাকী ইনাম নাট্যা অভিনেত্রী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাইফুল আলম বাশার।
মাহবুবুল হানিফ বলেন, যে লক্ষ্য ও চেতনা নিয়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা পূরণ হয়নি। আগে গ্রামে গঞ্জে কৃষক রেডিওতে এদেশের লোক গান শুনে কৃষি কাজ করত। এখন গ্রাম বাংলার সেই কৃষক ধর্মীয় ওয়াজ শুনে কৃষিকাজ করে। ধর্মান্ধ হওয়ার এই লক্ষন শুভ নয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: