• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইন-ইটনায় ঘন কুয়াশায় নৌ-দূর্ঘটনায় আহত ১০


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম
মিঠামইন-ইটনায় ঘন কুয়াশায় নৌ-দূর্ঘটনায়
আহত

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মিঠামইন ও ইটনা উপজেলার সীমান্তবর্তী কাটা নদীতে ২৯ শে ডিসেম্বর সকালে ঘন কুয়াশার কারনে যাত্রীবাহী ট্রলার ও বালিভর্তি বোলগেটের মোখমুখী সংঘর্ষে ট্রলারের ১০জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে।

জানা যায়, ঘটনার দিন সকালে কিশোরগঞ্জের চামড়া বন্দর থেকে রুমা পরিবহন নামে একটি যাত্রীবাহী ট্রলার প্রচন্ড কুয়াশায় ১৫জন যাত্রী নিয়ে ইটনা উপজেলার ধনপুরের উদ্দ্যেশে রওয়ানা দেয়, পথে ইটনা ও মিঠামইনের সীমান্তবতী স্থানে কাটা নদীতে বিপরীত দিক থেকে একটি বালিবর্তি বোলগেট এসে যাত্রীবাহি ট্রলারে উঠে পড়লে তৎক্ষনাত ট্রলার খানি ডুবে যায়। এ সময় ট্রলারের উপরের অংশ ভেঙে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয় ।

আহতদের করিমগঞ্জ ও কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা মালামাল ভেসে যায়। ট্রলার চালক সুলতান মিয়া জানান, ঘন কুয়াশার কারনে সামনের দিকে কিছু দেখা যাচ্ছিলনা সে কারনে দূর্ঘটনা ঘটে।

ইটনা থানার ওসি মোল্লা কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দূর্ঘটনার বিষয়ে কেউ জানায়নি। বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image