
মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫০ জনকে বিভিন্ন লেখকের বই উপহার দিয়েছেন সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নাটোরের সিংড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০ জন বিভিন্ন শ্রেণীপেশার মানুষের হাতে বই তুলেন দেন সংগঠনের সভাপতি সাদী মুহাম্মাদ তামিম।
তামিম বলেন, বই মানুষের পরম বন্ধু। তবে বর্তমানে মানুষ বই পড়া থেকে দূরে সরে গেছে। সবাইকে বই পড়তে উদ্বুদ্ধ করার জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: