• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আখাউড়া স্থলবন্দরে এক ভবনে মিলবে সব সেবা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৭ পিএম
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত
স্থলবন্দরে এক ভবনে মিলবে সব সেবা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এক ভবনেই সবধরনের সেবা মিলবে। এ জন্য যাত্রী ছাউনীসহ একাধিক স্থাপনা নির্মাণে ব্যয় হবে ১০৫ কোটি টাকা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বন্দর পরিদর্শন শেষে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে বন্দর সংশ্লিষ্টদের বৈঠকে যোগ দেবেন ।

চেয়ারম্যান আলমগীর বলেন, বেনাপোল স্থলবন্দরে পর আখাউড়া স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা যেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এদিকে চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আখাউড়া স্থলবন্দরকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। এশিয়ান ডেভেলপম্যান্ট প্রজেক্ট থেকে ২১৭ কোটি টাকার অর্থায়ন পেয়েছি। এর মধ্যে আখাউড়া স্থলবন্দরে ১০৫ কোটি টাকা ব্যয় করব।

তিনি আরও বলেন, নতুন যে স্থলবন্দরগুলো হচ্ছে সেগুলার মত এখানেও মাল্টি এজেন্সি সার্ভিস সেন্টার তৈরি করা হবে। যেখানে একই ভবনের ভেতরে সব সুবিধা পাবেন যাত্রীরা ।

স্থলবন্দরে চেয়ারম্যানকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রােমানা আক্তার।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image