• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পাকিস্তানে আবারও বাড়লো পেট্রল-ডিজেলের দাম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৯ পিএম
জ্বালানি তেলের দাম একই দাম বা
পাকিস্তানে আবারও বাড়লো পেট্রল-ডিজেলের দাম

নিউজ ডেস্ক:  পেট্রল ও ডিজেলের দাম নিয়ে সঙ্কটে পাকিস্তান সরকার। কয়েক দফায় দাম বাড়িয়েও কোনো সুরাহা করতে পারছে না । এবার একলাফে লিটার প্রতি ৩০ রুপি বাড়ালো শেহবাজ শরীফের সরকার। 

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বৃহস্পতিবার (২ জুন) নতুন করে দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা দিয়েছেন। 

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মিফতা ইসমাইল বলেন, ‘৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।’

এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে। এর আগে জ্বালানি তেলের দাম একই দাম বাড়ানো হয়েছিল দেশটিতে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রল এখন বিক্রি হচ্ছে ২০৯ দশমিক ৪৬ রুপিতে। ডিজেলের লিটারপ্রতি দাম এখন ২০৪ দশমিক ১৫ রুপি। কেরোসিন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।

মিফতা ইসমাইল আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। তিনি বলেন, ‘আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।’

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image