• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কেরানীগঞ্জে সংখ্যালঘুদের ৭টি দাবী বাস্তবায়নে গনঅনশন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৯ পিএম
কেরানীগঞ্জে
সংখ্যালঘুদের ৭টি দাবী বাস্তবায়নে গনঅনশন

মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৭টি দাবীতে গনঅনশন করেছেন কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

২২ অক্টোবর শনিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা কোনাখোলা রাধা গোবিন্দ মন্দিরের সামনে প্রধান সড়কে এ গনঅনশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য আরোপ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ সৌভাগ্য সরকার, সাধারন সম্পাদক এ্যাড. সুজন কুমার দাস, ঢাকা জেলা পূজা উদযাপন আহবায়ক কমিটির সদস্য গোপাল মল্লিক, মাখন বাড়ৈ, বিমল চন্দ্র দাস, মন্টু অধিকারীসহ প্রমুখ।

এসময় বক্তারা ২০১৮ সালের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি দিয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি। তাদের দাবী সরকার গুলো হল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবত্তোর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালগু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image