
বিশেষ প্রতিবেদক: শেহেরিন সেলিম রিপন। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বড় নাতি। তার প্রয়াত বাবা ড. মোহাম্মদ সেলিম ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও এমপি। ছোট চাচা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
শেহেরিন সেলিম রিপনের বেড়ে ওঠা লন্ডনে। উচ্চতর লেখাপড়া শেষ করে সেখানেই ছিলেন। দুই বছর আগে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সবুজ সংকেত পেয়ে দেশে ফেরেন তিনি। রাজনীতি করার প্রত্যয়ে চলে আসেন জন্মভূমি সিরাজগঞ্জে। সেই থেকে গত দুই বছর ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ-কাজিপুর) এবং সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) এ দুটি সংসদীয় আসনের তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। উচ্চশিক্ষিত শেহেরিন সেলিম রিপন ইতোমধ্যে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে
স্বজ্জন ও ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। রাজনীতিতে তার আগমনকে চমক হিসেবে দেখছেন অনেকেই। সিরাজগঞ্জ সদরের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংকার আবু তাহের বলেন, “শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় নেতা হয়েও সিরাজগঞ্জের মানুষের সাথে নিরংহকারভাবে মিশতেন এবং সাবলীল ভাষায় সকলের সাথে কথা বলতেন। মানুষের জন্য তিনি সাধ্যনুযায়ী কাজ করে গেছেন। ভূমিকা রেখেছেন সিরাজগঞ্জের উন্নয়ন ও অগ্রগতিতে। আমরা বিশ্বাস করি, শেহেরিন সেলিম রিপন মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তার দাদার মতোই মানুষের জন্য এবং দেশের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবেন।”
এ প্রসঙ্গে শেহেরিন সেলিম রিপন বলেন, “আমার রাজনীতির উদ্দেশ্যেই হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ ও দেশের জনগণের সেবা করা। সে লক্ষ্য নিয়েই রাজনীতির মাঠে নেমেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুযোগ দিলে আমার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: