
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান ও গমের বীজ নিজ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সচেতনতামূলক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার ১ এপ্রিল উপজেলার রাতোর ইউনিয়নের ধামের হাটে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও খামার বাড়ি উপ-পরিচালক সিরাজুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর অঞ্চল অধিদপ্তর কৃষি সম্পাসারণের উপ পরিচালক শফিকুল ইসলাম,প্রকল্প চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ,উপজেলা কৃষি অফিসার সঞ্চয় দেবনাথ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে রাতোর ইউনিয়নের কৃষক আক্তারুল ইসলাম ও খলিলুর রহমান,বলেন আমরা কৃষি অফিসের পরামর্শে এ ধান ও গম চাষাবাদ করেছি ফলন ভালো পেয়েছি এতে লাভবান হয়েছি। আমাদের এসব বীজ এখন উপজেলা গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে যা আমাদের গর্বের ব্যপার।
প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষাণী মাঠ দিবসে উপস্থিত ছিলেন। অনুষ্টান সঞ্চালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: