• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২২ পিএম
পীরগঞ্জে
ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথক ভাবে দিবসটি পালন করে। উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন দিবসটি পালন করে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, এনামুল হক শাহিন, রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, প্রেসক্লাবের সম্পাদক যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ রতন, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর, সম্পাদক শাহেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে এ দিন পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন ও পীরগঞ্জ থানা পুলিশ। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image