• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রথমবার করোনা শনাক্ত, পুরো দেশ লকডাউনে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০২ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম
পুরো দেশ লকডাউন
লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গাতে করোনা শনাক্ত হওয়ায় প্রথমবারের মতো পুরো দেশ লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রাজধানী নুকু’য়ালোফার একটি পোর্টে দুই ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার।

টোঙ্গার প্রধানমন্ত্রী সিয়াওসি সোভালেনি জানান, একটি বন্দরে ওই দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়। সম্প্রতি দেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি পরবর্তী মানবিক সাহায্য ওই বন্দরে আসছে এবং তা খালাস করা হয়। খবর বিবিসি অনলাইন।
 
মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী সোভালেনি বলেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৬টা থেকে টোঙ্গা লকডাউনে যাচ্ছে। প্রতি ৪৮ ঘণ্টা পর পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, এ মুহূর্তে সবেচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা আক্রান্ত হয়েছেন তাদের থামানো এবং চলাফেরা বন্ধ করা। এ ছাড়া ১৭০টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গায় তিনি এক দ্বীপ থেকে আরেক দ্বীপে নৌযান চলাচল এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন।
 
এদিকে করোনা শনাক্ত হলেও সাহায্য দেওয়া বন্ধ হয়নি দেশটিতে। সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেই জন্য কন্টাক্টলেস প্রটোকল ব্যবহার করে বিদেশ থেকে আসা সাহায্য দেশটির নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

সেই ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে। মাঝে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলেও ফের বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে এ মহামারি ভাইরাস। কিছুতেই করোনা সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। 

টালমাটাল এ পরিস্থিতিতে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮ লাখ ৬৩ হাজার ৭৯২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১১ হাজার ১৬৮ জনের।

এর আগে গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) একদিনে করোনায় আক্রান্ত হন ২৩ লাখ ৮৬ হাজার ৫৩ জন। একই সময়ে মৃত্যু হয় ৬ হাজার ৪৩৭ জনের।
 
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ১৯ লাখ ১২ হাজার ৮৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫ হাজার ১৫৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩০ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৪৪৪ জন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image