• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪০ পিএম
নাটোরে ৯ হাজার কেজি
ভেজাল গুড় ধ্বংস

মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, রোববার রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এক অভিযান পরিচালনা করেন। এসময় গুড় কারখানার মালিক মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো.দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা এবং একই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় ৯ হাজার কেজি ভেজাল গুড়,  ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও দ্রব্যগুলো ধ্বংস করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image