• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

'ছাত্র ও নাগরিক প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে'


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১২ এএম
'ছাত্র ও নাগরিক প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন যে, অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। 

সোমবার (০৫ আগস্ট) এক বেসরকারি টেলিভিশনের আলোচনায় এ কথা জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ বলেন, "ছাত্র-নাগরিক গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ছাত্র ও নাগরিক প্রতিনিধিত্ব ছাড়া কোনো সেনা-সমর্থিত সরকার গ্রহণযোগ্য হবে না। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব এই সরকারে নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের সহায়তাকারী বা সুবিধাভোগীরা এ সরকারে স্থান পাবেন না।"

নাহিদ আরও বলেন, "ছাত্র নাগরিক অভ্যুত্থান সফল হয়েছে। এখন উস্কানি বা সাম্প্রদায়িকতা যেন মাথাচাড়া না দেয়, তা নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত যারা ঢাকায় আছেন তারা যেন শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করেন।"

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, "আমরা রাতে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তুলে ধরব। গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানানো হবে।"

দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই গত ১৬ বছরে আটক সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্তি দিতে হবে এবং সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে।"

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image