• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিদ্ধিরগঞ্জে র‌্যাব-৩ এর অভিযানে মোটরসাইকেল উদ্ধার ও ০২ জন আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ পিএম
আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)

নিউজ ডেস্ক:    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ০১ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চক্রের ০২ জনকে আটক করেছে ।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিমরাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা ১। মোঃ জাহেদ হাসান (১৮), পিতা-নুর মোহাম্মদ, সাং-মদনপুর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ আব্দুল মুহাইমিন (১৮), পিতা-মোঃ তাজুল ইসলাম, সাং-আঙ্গারী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, বর্তমান-হাউজিং ০৪ নং গলি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জদের হেফাজত হতে ০১ টি চোরাই মোটরসাইকেল এবং ০১ টি মোবাইলফোন উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে উক্ত গাড়ির চ্যাসিজ নম্বর, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image