• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লাগামহীন মুরগির দাম, বাজার কমিটি বিলুপ্তির সুপারিশ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৭ পিএম
বাজার কমিটি বিলুপ্তির সুপারিশ 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান

ডেস্ক রিপোর্টার : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার কমিটি বিলুপ্তির সুপারিশ করা হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ভোক্তা অধিদফতরের প্রধান কার্যালয়ে পাইকারি ও খুচরা পোল্ট্রি ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সফিকুজ্জামান বলেন, মুরগির খুচরা বাজারে অনিয়ম রয়েছে। ক্রয়-বিক্রয়ে রশিদ নেই। তারা কোনো সরকারি নির্দেশনা মানতে চায় না। বাজার কমিটির কথা না মানলে, এমন কমিটি থাকার দরকার নেই।

এভাবে চলতে থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার কমিটি বিলুপ্ত করার সুপারিশ করা হবে বলেও জানান ভোক্তা অধিদফতরের মহাপরিচালক।

বেশকিছু দিন ধরেই দেশের ব্রয়লার মুগরির বাজার অস্থির। কিছুতেই যেন দাম কমছে না। সরবরাহ সংকটের দোহাই দিয়ে বিক্রেতারা লাগামহীনভাবে মুরগির দাম বাড়াচ্ছেন। এতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে মুরগির বাজার। 

এ সপ্তাহে কারওয়ান বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ২৫০ টাকায় উঠে যায়। আর সোনালি মুরগির দাম পৌঁছায় ৩৪০ টাকায়।   

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image