
বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল: বাকেরগঞ্জে উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজারে গত ১৮ জানুয়ারি সিটি ব্যাংকের আউটলেট শাখার উদ্ভোধন করা হয়।
নিয়ামতি বন্দরে টি.এন্ড.টি রোডে এই আউটলেট শাখার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শাখাওয়াত হোসেন রিজিওনাল ম্যানেজার, দি সিটি ব্যাংক লিঃ, এজেন্ট ব্যাংকি ডিভিশন।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব রুহুল আমিন (মাসুম মাস্টার), সাবেক চেয়ারম্যান, ১৪নং নিয়ামতি ইউনিয়ন। অধ্যাপক নওয়াব হোসেন, চেয়ারম্যান, বিবিচিনি ইউনিয়ন পরিষধ (বেতাগী)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ খায়রুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার, নিয়ামতি ইউনিয়ন এছাড়াও স্থানীয় ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / মোঃ জাহিদুল ইসলাম /কেএন
আপনার মতামত লিখুন: