• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দক্ষভাবে কূটনীতিকদের নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৪ পিএম
দক্ষভাবে কূটনীতিকদের নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

ডেস্ক রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশ দক্ষভাবে কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার (১৮ মে)  দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ওই বৈঠকে ডাকা হয়েছিল।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শাহরিয়ার আলম বলেন, ক্যাপ্টেন মইন আহমেদকে আইএমওর মহাপরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার সমর্থন দিয়েছে সরকার। তার পক্ষে ভোট চাইতেই আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল।
 
ব্রিফিংয়ে কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশ অনেক দেশের চেয়ে দক্ষভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

এ সময় রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে আর উত্তর দেয়ার কিছু নেই। এ ছাড়া রাষ্ট্রদূতরা গাড়িতে পতাকা তুলতে পারবে না–এমন কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বলে জানান তিনি।
 
মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্যের মূল্যায়ন করার সক্ষমতা আমার নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। তবে আইএমের মহাসচিব পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দেশ হওয়ায় চীন ও তুরস্ককে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image