
বিনোদন ডেস্ক : নতুন করে ফের আলোচনার জন্ম দিতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ করেই ভারতের মুম্বাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন 'নগর মাস্তান'খ্যাত এই অভিনেতা। রোববার (৩০ এপ্রিল) জায়েদ খান মুম্বাই যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মুম্বাইয়ে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ওয়েটিং ফর ফ্লাইট। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন তার ছবির মন্তব্যের ঘরে। অনেকেই শুভকামনা জানাচ্ছেন। আবার কেউ কেউ লিখেছেন, লাখো তরুণীর হৃদয় ভেঙে ঢাকা ছাড়লেন জায়েদ খান। এ রকম অসংখ্য মন্তব্য পড়েছে তার ওই ছবিটিতে।
তিনি জানান, বিশেষ একটি কাজে তিনি ভারতে যাচ্ছেন। এই সফরটি তার দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে থাকছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: