
নিউজ ডেস্ক: গত বছরের চতুর্থ প্রান্তিকের চূড়ান্ত উপাত্ত প্রকাশ করেছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস)। এতে দেখা গেছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশটির অর্থনীতি দশমিক ১ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এতে অল্পের জন্য মন্দা এড়াতে সক্ষম হয়েছে ইউরোপের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিটি।
তৃতীয় প্রান্তিকে দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছিল যুক্তরাজ্যের অর্থনীতি। টানা দুই প্রান্তিকে সংকুচিত হলে মন্দায় পড়ত ইইউ থেকে বেরিয়ে আসা দেশটি। শেষ প্রান্তিকে মন্দা এড়াতে সক্ষম হলেও ২০২৩ নিয়ে এখনই আশাবাদের জায়গা আপাতত নেই।
গত জানুয়ারিতে এক পূর্বাভাসে আইএমএফ জানায়, ২০২৩ সালে সংকুচিত হতে যাওয়া জি৭ভুক্ত একমাত্র দেশ হতে পারে যুক্তরাজ্য। রয়টার্স
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: