আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনার সরকার পতন ঘটেছে এবং সোমবার (৫ আগস্ট) তিনি দেশ ছেড়েছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে এবং সামনের দিনগুলোতে শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। তিনি বলেন, যদি সত্যিই সেনাবাহিনী আইনানুগ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমনপীড়ন প্রতিহত করে থাকে, তবে তা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হবে।
মিলার আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায় এবং বাংলাদেশের জনগণ যেন নিজেদের ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে আহ্বান জানায়। এছাড়াও, সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পূর্ণ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার 'মার্চ টু ঢাকা' কর্মসূচির পর সরকার সারাদেশে কারফিউ জারি করেছিল। কিন্তু ছাত্র-জনতা কারফিউ ভেঙে রাস্তায় নেমে আসলে, সেনাবাহিনীর ভূমিকা স্বাগত জানায় মার্কিন প্রশাসন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: