শার্শা (যশোর) প্রতিনিধি:শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে যশোরের শার্শা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ২৪টি পূজা মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা সাপেক্ষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন,নাভারন সার্কেলের সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির সহ প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: