• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অপহৃত ৮ বাংলাদেশীকে ফেরত দিল রোহিঙ্গা সন্ত্রাসীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৭ এএম
বাংলাদেশীকে ফেরত দিল
রোহিঙ্গা সন্ত্রাসীরা

জাফর আলম, কক্সবাজার:  কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরায় অপহরণের তিন দিন পর স্থানীয় আটজনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার গভীর রাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আহত অবস্থায় পাহাড়ে ছেড়ে দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা আবছার উদ্দিন, নুরুল মোস্তাফা, করিম উল্লাহ , নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ , সেলিম উল্লাহ , রিদুওয়ান (১৮) ও নুরুল হক (৫২)।টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, পুলিশের সঙ্গে শত শত স্থানীয় লোকজন অপহৃতদের উদ্ধারে কাজ করেছিল। রাতে সন্ত্রাসীরা তাদের আহত অবস্থায় পাহাড়ে ছেড়ে দেয়। অপহৃত পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মুক্তিপণ ছাড়াই তারা ফিরেছেন। অপহৃত মোস্তফা ও করিম উল্লাহর হাবিব উল্লাহ বলেন, আমার দুই ভাই রাতে ঘরে ফিরেছে। তাদের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে তাদের মুক্তির জন্য টাকা দিতে হয়নি। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। হাবিব উল্লাহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করেন বলেও জানিয়েছেন ।

ওসি আব্দুল হালিম বলেন, অপহরণের পর থেকে পুলিশ পাহাড়ে দফায় দফায় অভিযান চালায়। গতকাল রাতেও অভিযান অব্যাহত ছিল। গভীর রাতে খবর আসে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের পাহাড়ে ছেড়ে দিয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হাওয়া আটজনের মধ্যে দুজনকে গুরুতর আহত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন,‘অপহরণ হওয়ার পর থেকে আমরা কয়েকটি পাহাড়ে ড্রোন উড়িয়ে অপহরণকারীদের শনাক্তসহ উদ্ধারে চিরুনি অভিযান চালিয়েছি। আমাদের চাপে পড়ে অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা ফেরত আসা অপহৃতদের চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করছি। এর পেছনে যারাই জড়িত থাকুক কেউ রেহাই পাবে না। প্রসঙ্গ , গত রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া পাহাড়ের ভেতর পানির ছড়া এলাকায় মাছ শিকারে গেলে সেখান থেকে তাদের অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image