
নিউজ ডেস্ক: ওমিক্রনে প্রভাবে বিপিএলের গ্রুপ পর্বে দর্শকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। শেষদিকের নকআউট পর্বে সীমিত সংখ্যক দর্শক ঢোকার অনুমতি মিলেছিল। সে ধারায় আফগানিস্তান সিরিজেও থাকবে দর্শক। তবে সে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু)।
তানভীর আহমেদ বলেন, 'বিপিএলের সময় সরকার থেকে দর্শক প্রবেশের অনুমতি পেয়েছি। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক প্রবেশ করতে দেওয়ার চেষ্টা করবো। ধারণা পেয়েছি চট্টগ্রামে ৪-৫ হাজার আর ঢাকায় ৭-৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি পেতে পারি।'
বিপিএলে সাধারণ ক্রিকেট ভক্তদের টিকেট সংগ্রহ নিয়ে অবশ্য অনেক ধোঁয়াশা ছিল। বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া হলেও তার প্রায় অধিকাংশই চলে যায় কালোবাজারিদের হাতে। আফগান সিরিজের জন্যও টিকেট বিক্রির বিষয়টি চূড়ান্ত করেনি বিসিবি। তানভীর আহমেদ জানান, 'এটা (টিকেট বিক্রি) এখনও চূড়ান্ত হয়নি। বিপিএলে যেমনটা আমরা একদিন আগে জানতে পেরেছি যে কারণে তখন টিকেট বিক্রির বিষয়টি বা ওইভাবে বণ্টন করা সম্ভব হয়নি। আমরা ফ্যাঞ্চাইজিদের দিয়েছিলাম। এখন যেহেতু সময় পেয়েছি আমরা চূড়ান্ত করে দুই একদিনের মধ্যেই আপনাদের জানাবো।'
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: