গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানীলের বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের সানীলের পৈতৃক বাড়িতে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা উপজেলা ছাত্রলীগের পলাতক সভাপতি মেহেদী হাসান সানীলের পৈতৃক বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। এতে বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাবেক এমপি বাবেল গোলন্দাজের অন্যতম ক্যাডার ছিলো মেহেদী হাসান সানীল। সন্ত্রাস,চাঁদাবাজির জন্য এলাকার আতঙ্ক ছিল সে।
এজন্য এলাকাবাসীও বিক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: