
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ায় আন্দোলনরত ট্রাকচালকদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ। অন্যথায় তাদের আটক করা হবে বলে সতর্ক করেছেন তারা।
করোনার বিধিনিষেধের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী। বিক্ষোভ ও অবরোধ সরিয়ে দিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে পুলিশ। কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারীদের তুলে দিয়ে শহরের প্রত্যেকটি এলাকাকে অবরোধ মুক্ত করার কথা জানিয়েছেন পুলিশ প্রধান স্টিভ বেল। এরইমধ্যে রাস্তা বন্ধ করে রাখা কয়েকশ' ট্রাককে জরিমানা করা হয়েছে।
তবে, পুলিশের সতর্কতা ও আদালতের আদেশকে উপেক্ষা করে হর্ন বাজানোর পাশাপাশি আন্দোলন অব্যাহত রেখেছে বিক্ষোভকারীরা। এদিকে, ট্রাকচালকদের এই আন্দোলনে অর্থ সহায়তার মাধ্যমে উগ্রবাদীরা সরকার পতনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: