• ঢাকা
  • রবিবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হামাসের ৫০০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৯ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫৭ পিএম
ইসরায়েল
গাজায় ইসরায়েলের আক্রমণ

নিউজ ডেস্ক: কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়েছে এই সময়ে। ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে হামাস ব্যাপক রকেট ফায়ার শুরু করে। হামাস স্থল, আকাশ ও সমুদ্রে হামলা চালায়। গাজা সীমান্তে বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় ইসরায়েলও। হামাসের হামলায় ইসরায়েলে ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৪০০-এর বেশি। একই সঙ্গে আহত হয়েছে কয়েক হাজার মানুষ। 

এছাড়া গাজা সীমান্তে কয়েক ডজন ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিককে জিম্মি করে রাখা হয়েছে।

গত তিন দিন ধরে চলা সহিংস যুদ্ধে পুরুষ, নারী, শিশু ও সৈন্যসহ ১১ শতাধিক মানুষ নিহত হয়েছে। এটি ১৯৭৩ সালের পর ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক হামলার একটি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই হামলাকে হামাসের "৯/১১" বা "পার্ল হারবার" মুহূর্ত এবং "ইসরায়েলের ইতিহাসে নিরীহ বেসামরিকদের ওপর সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড" বলে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হামাস ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস চায়। ইসরায়েল পাল্টা আক্রমণ করে গাজা শহরের চেহারা পরিবর্তন করে দেবার অঙ্গীকার করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তার সর্বশেষ বিবৃতিতে বলেছে, "হামাস আইএসআইএসের চেয়ে অনেক বেশি নিষ্ঠুর ছিল। হামাস শত শত ইসরায়েলি পুরুষ, নারী ও শিশুকে হত্যা করেছে এবং গাজায় কয়েক ডজন ইসরায়েলি নাগরিককে জিম্মি করেছে।

সোমবার সকালে, ভারতের এনডিটিভির সাংবাদিকরা গাজা উপত্যকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ইসরায়েলের অ্যাশকেলনের একটি হোটেলে চেক ইন করতে যাচ্ছিল, তখন হোটেলের কাছে একটি রকেট বিস্ফোরণ ঘটে। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। এয়ার রেইড সাইরেন বাজতে থাকে। এনডিটিভির গ্রাউন্ড রিপোর্টের লাইভ ভিজ্যুয়ালে রকেটটিকে আকাশ থেকে মাটিতে  পড়তে দেখা গেছে। এর পর এনডিটিভির ক্রু সদস্যরা তাদের জিনিসপত্র ফেলে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান।

জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান বলেছেন, ইসরায়েলে হামাসের হামলায় অর্থায়ন করছে ইরান।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে যে তারা গাজায় ৩০ ইসরায়েলিকে বন্দি করেছে। হামাস ইসরায়েলে হামলা শুরু করার পর শনিবার থেকে গাজা উপত্যকায় এসব ইসরায়েলিকে অপহরণ করা হয়।

ইসরায়েলের ওপর  ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের অতর্কিত এই হামলায় বেশ কয়েকজন আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এর বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি তবে রোববার এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এন. পি. সৌদ রোববার বলেছেন,  সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলায়  দক্ষিণ ইসরায়েলে অধ্যয়নরত ১২ নেপালি ছাত্র নিখোঁজ এবং তাদের হতাহতের সম্ভাবনা রয়েছে।

২০০৭ সালে হামাস গাজায় ক্ষমতা নেওয়ার পর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনি গ্রুপ গুলো নিজেদের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছে। 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image