
ডেস্ক রিপোর্টার: আবারও দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৫৪ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ভর্তি হয়েছেন ২০ জন। ১ হাজার শয্যার হাসপাতালে আইসিইউ, এইচডিইউ এবং সাধারণ শয্যা মিলিয়ে এখন রোগী ভর্তি আছে ৮৫ জন। যা তুলনামূলকভাবে গত মাসের চেয়ে বেশি।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। দীর্ঘ ৫ মাস পর দেশে করোনা সংক্রমণ একদিনে ১০ হাজার ছাড়াল। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশ।
এদিকে স্বাস্থ্যবিধি মানতে জারি করা সরকারি নিষেধাজ্ঞা পদে পদে উপেক্ষিত হচ্ছে। সংক্রমন রোধে শুক্রবার (২১ জানুয়ারি) পাঁচটি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনাগুলো হলো-
১. ২১শে জানুয়ারি (শুক্রবার) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ থাকবে।
২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে।
৩. রাষ্ট্রীয়/সামাজিক/রাজনৈতিক/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগ দেবেন তাদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
৪. সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেট গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে।
৫. বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: