• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সুইডেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে তবুও জনজীবন স্বাভাবিক 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ এএম
তবুও জনজীবন স্বাভাবিক 
সুইডেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে

আন্তর্জাতিক ডেস্ক : দিনের বেশিরভাগ সময়ই তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলেও নিয়মিত জীবনযাপনে তা খুব একটা প্রভাব ফেলছে না সুইডেনে। ঠান্ডা মোকাবিলায় অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছেন বাসিন্দারা।

শীতপ্রধান দেশ হিসেবেই পরিচিত উত্তর ইউরোপের দেশ সুইডেন। চার ঋতুর দেশ বলা হলেও বছরের বেশির ভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকে দেশটি।  

তাই দিনের বেশির ভাগ সময়ই প্রচণ্ড ঠান্ডা থাকলেও এর মধ্যেই স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন সুইডেনবাসী। 

শীত মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানকার প্রতিটি বাড়িতে। রয়েছে বায়ু প্রতিরোধক ব্যবস্থাও। এমনকি গণপরিবহন থেকে শুরু করে দোকানপাট শপিংমলসহ প্রায় সবখানেই রয়েছে পর্যাপ্ত হিটারের ব্যবস্থা। ফলে শীত মৌসুমে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের হারও এখানে কম। 

অনেকদিন ধরেই সুইডেনে জ্বালানি তেল আর বিদ্যুতের দাম বাড়তি। গত এক বছরে যা বেড়েছে কয়েকগুণ। আর তাই খরচ কমাতে এবার অনেকেই ঘরের উষ্ণতা ঠিক রাখতে ব্যবহার করছেন জ্বালানি কাঠ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image