
মহিনুল ইসলাম সুজন, নীলফামারী জেলা প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর নীলফামারী ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
এছাড়াও আবাসিক মেডিকেল অফিসার কুঞ্জকলিসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার-নার্স ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।প্রথমদিনে খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী (টুনিরহাট) গ্রামের তানিয়া আক্তারকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটির কার্যক্রম চালু হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: