• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গৌরীপুরে শিক্ষক খুন ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম
শিক্ষক খুন ও লাঞ্চনার প্রতিবাদ
মানববন্ধন

গৌরীপুর প্রতিনিধি, ময়মনসিংহ : সাভারে আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল সরকার খুন ও দেশের বিভিন্ন এলাকায় শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ জুন) বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শহরের পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন।

সাভারে আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল সরকার খুন, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার সরকার, গফরগাঁও সরকারি কলেজের প্রভাষক ইমরান হোসেনসহ সারাদেশে শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে, এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম পলাশ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল হক, উদীচী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান, বেসিক লানিং সেন্টারের পরিচালন এইচ টি তোফাজ্জল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজীব, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, গৌরীপুর গণপাঠাগারের সহকারী পরিচালক সাংবাদিক আরিফ আহাম্মেদ প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / শফিকুল ইসলাম মিন্টু/কেএন

আরো পড়ুন

banner image
banner image