গৌরীপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিচারের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার শ্যাগঞ্জ বাজারে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি দেশের একটি সর্ববৃহৎ দল। এ দল সবার জন্য উন্মুক্ত। তবে বিএনপিতে সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। দলের ভিতরের কেউ এধরনের কাজে লিপ্ত থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনারা জানেন যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা কেউ ভাববেন না, আমরা ক্ষমতা চলে এসেছি। আমরা এখনো বিরোধী দলেই আছি। দল গোছাতে হবে, ১৭বছর ধরে যে নির্যাতন-নিপীড়ন হয়েছে, তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠলেও ঘুমিয়ে আছেন অনেকেই। তাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমাদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে, জনকল্যাণ আমাদের মূল উদ্দেশ্য সেটা অনুধাবন করে কাজ করতে হবে।
শ্যামগঞ্জ ধানমহালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও জেলা কৃষকদলের আহবায়ক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন তালুকদার, আব্দুর রহমান বাবুল, বিএনপি নেতা একদিল হোসেন তালুকদার, আব্দুস সালাম মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙা, যুবনেতা ডা. শাহজাহান, আকরাম হোসেন, আব্দুল হাই, মো. সেলিম মিয়া, সিধলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমন আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর, ছাত্রদল নেতা মোহাম্মদ, সুমন মিয়া, হৃদয় হাসান প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: