নিজস্ব প্রতিবেদক : আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতিমধ্যে ৫ কোটি টাকা প্রদান করেছে এবং আরও ৫ কোটি টাকা বা তার বেশি সংগ্রহের প্রচেষ্টা চলছে। জাতির এই সংকটময় সময়ে বিত্তবানদের আহত ভাই-বোনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফাউন্ডেশনের সমন্বয়ক সারজিস আলম বলেন, "তারা এখন পাশে না দাঁড়ালে আর কখন দাঁড়াবে?"
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে তিনি এই কথা বলেন।
সারজিস আলম জানান, ইতোমধ্যে একটি স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তিনি উল্লেখ করেন যে, সরকারি তদারকিতে কিছুটা মিস ম্যানেজমেন্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের নাম ব্যবহার করে রোগীদের জন্য ইনফেকশনের ঝুঁকি সৃষ্টি করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করতে উপ-কমিটি কাজ করবে।
সারজিস আলম আরও বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন এখন পর্যন্ত ১০ কোটি টাকার ফান্ড সংগ্রহ করেছে এবং আরও ফান্ড সংগ্রহের চেষ্টা চলছে। তিনি বিত্তবানদের আহতদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে, ফাউন্ডেশন কোনও টাকা স্পর্শ করে না, বরং সাহায্যকারীদের সরাসরি আহতদের সঙ্গে কানেক্ট করিয়ে দেয়।
এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: