নিউজ ডেস্ক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আশুলিয়া, মাধবদী ও চান্দিনার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (৯ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পিডিবির আশুলিয়া ৩৩.৭৫ মেগাওয়াট, মাধবদী ২৪.৩০ মেগাওয়াট ও চান্দিনা ১৩.৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ কার্যকরের তারিখ (effect date) থেকে পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে বলেছেন, মন্ত্রিপষিদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন আল আহসান। স্পন্সর কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডকে ট্যারিফ কিলোওয়াট ঘণ্টা ৫ টাকা ৬৫ পয়সা হিসাবে ১ হাজার ১১৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।
তিনি বলেন, নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিদ্যুৎ বিভাগের অধীন পিডিবির ৫০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
ঘোড়াশাল পিবিডির ৩৬৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের শিডিউল মেইনটেন্যান্স ওয়ার্ক সিমেন্স জার্মানির কাছ থেকে ২৯৬ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার ৭০৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: