নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীর মিনাবাগ ১ নং গলি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা মোঃ মাহবুব (২৫) নামের এক যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।
পুলিশ শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে বারোটার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কদমতলী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আজহার হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পাকা রাস্তার ওপর গলা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম অবস্থায় মোঃ মাহবুবের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা মাহবুবকে একা পেয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। নিহত মোঃ মাহবুবের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কান্দি গ্রামে। বর্তমানে তিনি শনির আখড়ার কাজীরগাঁও এলাকায় আবু তাহেরের ভাড়া বাসায় থাকতেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: