• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৮ পিএম
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি
জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মোঃআব্দুস সাওার, দিনাজপুর প্রতিনিধি : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে।

২২ অক্টোবর শনিবার দিনাজপুর জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় টি জেলা প্রশাসক কার্যালয় হতে বের হয়ে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) রাফিউল হাসান মৃধা, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্লা প্রমুখ। র‌্যালীতে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান সরকার, বিআরটিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিআরটিসি বাস ডিপো’র কর্মকর্তা কর্মচারী, নিরাপদ সড়ক চাই এর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image