
আহমাদ গালিব, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে মেডিকেল কেন্দ্র ভাঙচুরের ঘটনায় রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ সহযোগী ২ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এদিকে গত বছর ছিনতাই ও দেশীয় অস্ত্র পাওয়ায় সাময়িক বহিস্কার হন কাব্য।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ। তিনি বলেন, ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় মেডিকেল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ তার অপর দুই সহযোগীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রেজওয়ান সিদ্দিকী কাব্য এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান ও সালমান আজিজ।
প্রসঙ্গত গত ১০ জুলাই মধ্যরাতে শিক্ষার্থীর কথা মত এম্বুলেন্স না দেওয়ায় ইবি চিকিৎসা কেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটে। সেবা দেয়ার পরে অবস্থানরত ডাক্তার এম্বুলেন্সসহ কুষ্টিয়া যেতে না দেওয়ায় জরুরী বিভাগে অভিযুক্ত কাব্য ভাংচুর করেন। এদিকে মাদকাসক্ত অবস্থায় সেবা নিতে এসেছেন বলে অভিযোগ করেছিলেন মেডিকেলের প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা। এতে ঘটনার পরদিন প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দেন চিফ মেডিকেল অফিসার ডা. সিরাজুল ইসলাম।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: