
নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার শঙ্কা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘ হবে। ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ব্রিটেনে ৭০ জন সেনা মোতায়েন করছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে আরও ৩০ টি জাহাজ মোতায়েন করা হচ্ছে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। রাশিয়ার সঙ্গে লড়তে ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতেই অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ। বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবিসি টেলিভিশনকে বলেন, আমরা ধারণা করছি এই সংঘাত এখন দীর্ঘায়িত হবে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে অস্ট্রেলিয়ার সর্বশেষ সহযোগিতার প্যাকেজ ৪২৫ মিলিয়ন ডলারের।
মার্লেস বলেন, আমরা মনে করি ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সমর্থন করা দরকার যদি আমরা ইউক্রেনকে এমন একটি অবস্থানে রাখতে চাই যেখানে তারা নিজ শক্তিতে এই বিরোধের সমাধান করতে পারে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: