• ঢাকা
  • বুধবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশে ৮ বছর পর আসছে সালমানের সিনেমা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৪ পিএম
বাংলাদেশে ৮ বছর পর আসছে সিনেমা
সালমান খান

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা। এবার আসতে চলেছে সালমান খানের ‘কিসিকা ভাই কিসিকি জান। দেশের প্রেক্ষাগৃহে সার্কভুক্ত দেশগুলোর নানা ভাষার সিনেমা মুক্তির অনুমতি দিয়েছে সরকার। 

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। 

বুধবার (৩১ মে) সিনেমাটি বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সময় সংবাদকে বিষয়টি জানিয়েছেন আমদানিকারক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

তিনি বলেন, কিসিকা ভাই কিসিকি জান’ সিনেমাটি আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে নিরব অভিনীত ‘কসাই’ সিনেমাটি ভারতে রফতানি করা হবে। ‘কসাই’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

সালমান খানের সিনেমা দেশে কবে মুক্তি পাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু সময় সংবাদকে বলেন, আমদানির অনুমতি পেয়েছি। আমরা নিয়ম মেনে সিনেমাটি সেন্সর বোর্ডে পাঠাব, সেন্সর হবে তারপর মুক্তির তারিখ নেব। আগে থেকেই কোনো তারিখ জানাতে চাচ্ছি না। 

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসিকা ভাই কিসিকি জান’ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এ ছাড়াও রয়েছেন ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। রাম চরণকেও একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

এর আগে ২০১৫ সালে ঢাকায় মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ সিনেমাটি। সে সময় চলচ্চিত্র সংশ্লিষ্টদের আন্দোলনের মুখে হল থেকে সিনেমাটি নামিয়ে দেয়া হয়েছিল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image