• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদুল ফিতর উপলক্ষে নতুন ৮টি সিনেমা মুক্তি পেয়েছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২০ পিএম
বেঙ্গল মাল্টিমিডিয়া। সামাজিক সচেতনার গল্প
৮টি সিনেমা মুক্তি পেয়েছে

নিউজ ডেস্ক:  ঈদুল ফিতর উপলক্ষে আজ দেশর সিনেমা হলে নতুন ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে সর্বাধিক ১০০ হলে  মুক্তি পেয়েছে তপু খান পরিচালিত শাকিব খান-বুবলীর ‘লিডার : আমিই বাংলাদেশ’।

লিডার ছবি ছাড়া বাকি ৭ টি ছবির অফিসিয়ালি কোনো হল লিস্ট প্রকাশ না করলেও প্রযোজনা হাউজের বরাতে পাওয়া খবরে, ৩৩ সিনেমা হলে বাপ্পী-মিতুর ‘শত্রু’, ১০ হলে অনন্ত-বর্ষার ‘কিল হিম’, ১৩ হলে বুবলী-আদরের ‘লোকাল’; রোশান-ববির ‘পাপ’ ও সজল-পূজার ‘জ্বীন’ সিনেমা দুটি পেয়েছে ১৫টি করে সিনেমা হলে। অন্যদিকে,  ইয়াশ-ঐশীর ‘আদম’ পেয়েছে মাত্র ৫টি হল আর জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’ পেয়েছে ১০টি হল।

‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমা প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সামাজিক সচেতনার গল্পে তপু খানের পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়া আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’ সিনেমায় অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। সুনান মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

পলিটিক্যাল থ্রিলার ঘরানার ‘লোকাল’ সিনেমাটি নির্মাণ করেছেন সাইফ চন্দন। জুটি বেঁধেছেন বুবলী ও আদর আজাদ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘জ্বীন’ শিরোনামে ভৌতিক সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও পূজা চেরি। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পাপ’ সিনেমাটি সৈকত নাসির পরিচালনায় সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ। রোশান-ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ আরও অনেকে।

উপমা কথাচিত্রের প্রযোজনায় ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু। রোমান্টিক ঘরানার সিনেমাটিতে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর।

সুনীল ঘোষ শুভর প্রযোজনায় ‘শত্রু’ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে জুটি বেঁধেছেন ঈদ বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। মিশা সওদাগরও রয়েছেন এ সিনেমায়।

গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ‘আদম’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরন। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image