• ঢাকা
  • মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জানুয়ারিতে ডেঙ্গুতে মৃত্যু ৬


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩৬ পিএম
জানুয়ারিতে ডেঙ্গুতে মৃত্যু ৬
ডেঙ্গুর বাহক এডিস মশা

নিউজ ডেস্ক : গত জানুয়ারিতে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন। এ সময়ে মারা গেছেন ছয় জন। এরমধ্যে ঢাকায় তিন জন ও চট্টগ্রামে মারা গেছেন তিন জন। আবহাওয়া শুষ্ক ও শীতের প্রভাব কমে যাওয়ায় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন অনেকটাই কমেছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।

গত ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৬৬ জন। যাদের মধ্যে ঢাকায় ২৭২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ২৯৪ জন। জানুয়ারি মাসে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১০ জন। যার মধ্যে ঢাকা ২৪৩ জন ও ঢাকার বাইরের ২৬৭ জন।

২০২২ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছিল। একই সঙ্গে সারা বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image