নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা নতুন বাজার বাঁশেরটেক এলাকায় কোঠা সংস্কারপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া মোঃ ইমন (১৭) নামে এক হোটেল কর্মচারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে এ সংঘর্ষে মৃত্যুর সংখ্যা ৯৫ এ দাঁড়ালো।
শনিবার (০৩ আগস্ট) রাত তিনটার দিকে ১০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। ঘটনা ঘটে শুক্রবার (১৯ জুলাই) তারিখে। গুরুতর আহত অবস্থায় ইমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ আগস্ট) রাতে তার মৃত্যু হয়।
নিহতের বোন তাহমিনা ও দুলাভাই শামীম জানান, তাদের একটি খাবারের হোটেল আছে। শুক্রবার (১৯ জুলাই) বাসা থেকে হোটেলে যাওয়ার পথে ইমন রাস্তায় গুলিবিদ্ধ হন। খবর পেয়ে তারা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান, যেখানে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তাহমিনা আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। ইমন সেলিম মিয়ার সন্তান এবং বাড্ডা নতুন বাজার বাঁশেরটেক বস্তিতে তাদের সঙ্গে থাকতেন। নিহত ইমনের দুই ভাই ও দুই বোন রয়েছে, সে ছিল তাদের মধ্যে ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: